কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৯
কলম্বিয়ার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ৯ শ্রমিক নিহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : কলম্বিয়ার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ৯ শ্রমিক নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আরও ৬ জন। ন্যাশনাল মাইনিং এজেন্সি (এএনএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় এল জুলিয়া শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস লাইন থেকে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে সেখানকার একটি টানেল ধসে পড়ে এবং বেশ কয়েকজন খনি শ্রমিক আটকা পড়েন।
গত সোমবারের ওই দুর্ঘটনার পর প্রায় ছয়দিন ধরে ওই খনিতে আটকা ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। পরবর্তীতে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
সেখানে উদ্ধারকাজ চলমান ছিল। খনিতে আটকা পড়া শ্রমিকদের স্বজনরা দিনের পর দিন অপেক্ষা করেছেন যে, তাদের কোনো খোঁজ পাওয়া যায় কি না।
তবে ভারি বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যহত হয়েছে এবং অনেক সময় লেগে গেছে। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৭০ জন উদ্ধারকর্মী এখনও কাজ করে যাচ্ছেন। যারা এখনও আটকা পড়ে আছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews