কলম্বিয়া-আর্জেন্টিনার ফাইনালে ৫ ব্রাজিলিয়ান রেফারি
প্রথম নিউজ, খেলা ডেস্ক: এবারের কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামার জন্য প্রস্তুত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচটি পরিচালনা করবেন ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস, তার দুই সহকারী এবং ভিএআর রেফারিও ব্রাজিলের। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার সকালে মুখোমুখি হবে দল দু’টি।
দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল গতকাল জানিয়েছে, ক্লাউসের সহকারীর দায়িত্ব পাওয়া দুজন রেফারিও ব্রাজিলিয়ান ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া। চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের রডোলফো টস্কি। সহকারী ভিএআর রেফারির দায়িত্ব পেয়েছেন ব্রাজিলেরই দানিলো মানিস।
২০১৫ সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে রেফারির দায়িত্ব পালন করছেন ক্লাউস। ৪৪ বছর বয়সী এই রেফারিকে দক্ষিণ আমেরিকান ফুটবলে অন্যতম সেরা অফিশিয়াল হিসেবে বিবেচনা করা হয়। সর্বশেষ বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচ পরিচালনার পাশাপাশি এবার কোপা আমেরিকাতেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, কোপা লিবার্তোদোরেস ও কোপা সুদামেরিকানায় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে ক্লাউসের।
২০২২ সালের মার্চে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ১-১ গোলে ড্র ম্যাচে বিতর্ক কুড়িয়েছিলেন ক্লাউস। আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে থাকতে যোগ করা সময়ে ইকুয়েডরের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান তিনি।
ভিএআরের মাধ্যমে নিশ্চিত হয়েছিলেন নিকোলাস তালিয়াফিকো হ্যান্ডবলের অপরাধ করেছেন। সেই ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। ক্লাউসের অধীনে এই চারটি ম্যাচই বিশ্বকাপ বাছাইয়ে খেলেছে আর্জেন্টিনা। এই পথে আর্জেন্টিনার খেলোয়াড়দের আটবার হলুদ কার্ড দেখিয়েছেন ক্লাউস।
তার অধীনে কলম্বিয়া আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি। সেটি ছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। আর্জেন্টিনার কাছে ১-০ গোলে সেই হারের পর টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। অর্থাৎ কলম্বিয়ার সর্বশেষ হারের ম্যাচে রেফারি ছিলেন ক্লাউস।