সকাল থেকেই রাজধানীতে তুমুল বৃষ্টি, রাস্তায় জমেছে পানি
শুক্রবার হওয়ায় বেশিরভাগ সড়কও তুলনামূলক ফাঁকা।
প্রথম নিউজ, অনলাইন: শুক্রবার সকাল ৬টা থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে ঢাকায়। বৃষ্টির পানিতে ইতোমধ্যে বেশিরভাগ এলাকার রাস্তায় পানি জমেছে। নাজিরাবাজার, বঙ্গমার্কেট, বংশাল, কাওরান বাজার, শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, পশ্চিম তেজতুরী বাজার, ধানমন্ডি, পশ্চিম শ্যাওড়াপাড়ার বর্ডারবাজার, পশ্চিম ও দক্ষিণ মনিপুরের মোল্লাপাড়াসহ রাজধানীর অনেকে রাস্তায় পানি জমে গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি । এতে দুর্ভোগে পড়েছেন পথচারী, বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষজন। তুমুল বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনও কম দেখা গেছে। সিএনজির দেখা মিললেও ভাড়া চাওয়া হচ্ছে কয়েকগুণ বেশি।
শুক্রবার হওয়ায় বেশিরভাগ সড়কও তুলনামূলক ফাঁকা। ওদিকে এদিন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা রয়েছে। ফলে বিপাকে পড়েছেন পরীক্ষায় অংশ নেয়া চাকরিপ্রার্থীরা। অনেককে ভিজেই রওনা দিতে দেখা গেছে। দেশের সব বিভাগেই শুক্রবার বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছিল আবহাওয়া অধিদপ্তরের তরফে। সারা দেশে আজ বৃষ্টি আরও বাড়তে পারে। মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু আবারও শক্তিশালী হয়ে ওঠায় বৃষ্টি বেড়েছে। বঙ্গোপসাগর থেকে দেশের উপকূল দিয়ে প্রবেশ করছে প্রচুর মেঘ। সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় মেঘ বাধা পেয়ে বৃষ্টি বেড়েছে।
এদিকে, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড়ধসের সতর্কবার্তা দেয়া হয়েছে। পাহাড়ের নিচে ও আশপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে।