ক্রিসমাসের মেজাজে প্রিয়াঙ্কা, বিদেশে ফিরেই মেয়ে মালতির সঙ্গে উদযাপন শুরু

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : লস অ্যাঞ্জেলেসে ফিরলেন প্রিয়াঙ্কা। ঘরে পা রেখেই উৎসবের আবহে গা ভাসালেন তিনি। কয়েকদিনের বিরতির পর বাড়ি ফিরে একরত্তি মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের সঙ্গেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। মেয়ের সঙ্গে সময় কাটানোর একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। যা থেকে স্পষ্ট, তাঁর বাড়িতে ক্রিসমাসের আগাম উদযাপন শুরু হয়ে গিয়েছে। ছবিতে প্রিয়াঙ্কার বাড়ির সাজও দেখা গেছে। ক্রিসমাস ট্রি, নানা ধরনের লাইট, বাহারি জিনিসে সেজে উঠেছে দেশি গার্লের বাড়ির অন্দরমহল। মা-মেয়ের পোশাকে রঙ মিলান্তি। একরত্তির সঙ্গে ছবি শেয়ার করলেও প্রিয়াঙ্কা মেয়ের মুখ দেখাননি ছবিতে।ফায়ারপ্লেসের সামনে বসে ছবি তোলা। সাদা রঙের পোশাক পরেছে ছোট্ট মালতি। ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘দেখতে অনেকটা একরকম লাগছে...’। নিজেও যে একরত্তির সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন, তার ইঙ্গিতও দিয়েছেন।
উল্লেখ্য, মা হওয়ার পর কিছুদিন আগে প্রথমবার ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। তাঁর হেয়ার কেয়ার ব্র্যান্ড লঞ্চ করার জন্য এদেশে এসেছিলেন গ্লোবাল আইকন। চলতি বছর জানুয়ারি মাসে প্রিয়াঙ্কা ঘোষণা করেন যে তাঁর এবং নিকের কন্যাসন্তান হয়েছে। সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তান পৃথিবীর আলো দেখেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews