কারাবন্দি স্বপন ও এ্যানীর পরিবারের পাশে বিএনপি
শুক্রবার এই দুই নেতার পরিবারের খোঁজ-খবর নিতে তাদের বাসায় যান
প্রথম নিউজ, অনলাইন: বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। শুক্রবার এই দুই নেতার পরিবারের খোঁজ-খবর নিতে তাদের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জিয়া শিশু একাডেমী'র মহাপরিচালক এম. হুমায়ুন কবির হুমায়ুন কবির। এসময় তারা বিএনপির এই দুই নেতার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।
এসময় নেতারা কারাবন্দি নেতৃবৃন্দের উপস্থিত পরিবারের সদস্যদের সঙ্গে যেকোনো পরিস্থিতিতে দল তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জহির উদ্দিন স্বপন ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর গ্রেপ্তার করা হয়। বর্তমানে দুজনই একাধিক মামলায় কাশিমপুর কারাগারে বন্দি।