কেরানীগঞ্জে চুলার আগুনে দগ্ধ ৬ জনের মধ্যে পাঁচজনই মারা গেছেন
কেরানীগঞ্জে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় মোছা. সোনিয়া আক্তার (২৫) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় মোছা. সোনিয়া আক্তার (২৫) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেরানীগঞ্জের আগুনের ঘটনায় মোছা. সোনিয়া আক্তার নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরে ৩০ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন সবার অবস্থা আশঙ্কাজনক।
এর আগে গত ৩০ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে মান্দাইল এলাকার ওই বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রথমে দগ্ধ শিশু মারিয়ামের (৮) মৃত্যু হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews