কুমিল্লায় গোলাগুলিতে ছাত্রদল নেতা নিহত

গতকাল দুপুরে কুমিল্লার সদর উপজেলার শাসনগাছা লেগুনা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

কুমিল্লায় গোলাগুলিতে ছাত্রদল নেতা নিহত

প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গতকাল দুপুরে কুমিল্লার সদর উপজেলার শাসনগাছা লেগুনা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত ৩ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
   
নিহত অর্ণব (৩০) মো. আজহারের ছেলে। তিনি শাসনগাছা বাস টার্মিনালের সততা বাসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী। এ ছাড়া শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিক (২৮), নেয়ামত উল্লাহ (৩৫), নুরুল আফসার মোহন (২২) ও নাজমুল হাসান (২৬) গুলিবিদ্ধ হন। কুমিল্লা জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, অর্ণব দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাকে হত্যার উদ্দ্যশ্যে বুকের বাঁ পাশে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, রাজনৈতিক প্রভাবে দীর্ঘদিন ধরেই শাসনগাছা লেগুনা স্ট্যান্ডসহ আশপাশের এলাকায় নীরব চাঁদাবাজি হচ্ছে। যারা স্থানীয়ভাবে সরকার দলীয় নেতা তারা আধিপত্য বিস্তার করে এসব চাঁদাবাজি করেন। এতে করে ক’দিন পরপরই আধিপত্যের লড়াই হয়। জানা গেছে, দীর্ঘদিন এই স্ট্যান্ডের নেতৃত্ব দিচ্ছে আবুল কাশেম নামে আওয়ামী লীগের এক নেতা।

তার গ্রুপের কাছ থেকে সম্প্রতি স্থানীয় মোল্লা বাড়ির রাব্বি তার গ্রুপ নিয়ে আধিপত্য বিস্তার করেন। এতেই বাধে বিপত্তি। এসব নিয়েই গতকাল জুমার নামাজের পর তর্কাতর্কি শুরু হয় সক্রিয় দু’টি গ্রুপের। এ সময় দুই গ্রুপের নেতাকর্মীরাই দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র নিয়ে নেমে পড়ে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, লেগুনা স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় দু’পক্ষ গোলাগুলি শুরু করলে অর্ণব নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অর্ণব কি কোনো গ্রুপের নাকি পথচারী তা এখনো শনাক্ত হয়নি।