কেমন আছেন অমিতাভ বচ্চন?
গতকাল ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে আহত হন অমিতাভ বচ্চন। হায়দরাবাদে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পান পাঁজরে। ছিঁড়ে যায় বুকের পাঁজরের তরুণাস্থি।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : সোমবার বলিউডের ‘শাহেনশা’র জন্য ভক্তদের মন খারাপের দিনই ছিল বটে। তবে আজ তাদের মন ভালো করার খবর দিলেন অভিনেতা নিজেই। গতকাল ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে আহত হন অমিতাভ বচ্চন। হায়দরাবাদে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পান পাঁজরে। ছিঁড়ে যায় বুকের পাঁজরের তরুণাস্থি। সে সঙ্গে ছিড়ে ডান পাঁজরের পেশিও। ‘প্রোজেক্ট কে’ সিনেমায় অভিনয় করছেন দক্ষিণী তারকা প্রভাস ও দীপিকা পাড়ুকোনও। আঘাত পাওয়ার পর অভিনেতাকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নেয়া হয়। করা হয় সিটি স্ক্যান। ছবির শুটিং বন্ধ করে দেয়া হয় সঙ্গে সঙ্গে। দ্রুত মুম্বইয়ে ফিরেন অমিতাভ। নিজেই ব্লগে লেখেন, ‘‘বুকে ব্যান্ডেজ করা হয়েছে। ডাক্তার বলেছেন বিশ্রাম করতে। হাঁটতে গেলে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে।’’ চোটের কারণে আপাতত বাড়িতেই থাকতে হচ্ছে এই অমিতাভকে।
মঙ্গলবার অভিনেতা নিজেই তার ৪৮ মিলিয়ন ভক্তে সমৃদ্ধ টুইটার হ্যান্ডেলে পর পর কয়েকটি টুইট করেন। লেখেন- ‘‘বিশ্রাম ও আপনাদের প্রার্থনায় আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি।’’ “আপনাদের প্রার্থনাই আমার ওষুধ”। এর বাইরে তিনি ভক্তদের হোলির শুভেচ্ছা জানাতেও ভুলেননি। উল্লেখ্য, ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তলপেটে বেশ চোট পান তিনি। শুরু হয়েছিল তলপেটে রক্তক্ষরণ। সে বার কয়েক সপ্তাহ অভিনেতাকে থাকতে হয়েছিল হাসপাতালের বিছানায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: