কাপাসিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

কাপাসিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
কাপাসিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ার ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মিয়ারবাজার এলাকায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন উপজেলা রায়েদ ইউনিয়নের হাইলজোর গ্রামের আবদুর রশিদের ছেলে মো. রাসেল (১৯) ও একই গ্রামের মো. হোসেন মিয়ার ছেলে মো. শাকিল (১৮)। তাঁরা মোটরসাইকেলে চড়ে কাপাসিয়ার দিকে যাচ্ছিলেন।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার হাইজারগ্রাম থেকে একটি মোটরসাইকেলে করে কাপাসিয়ার উদ্দেশে যাচ্ছিলেন তাঁরা। পথে মিয়ারবাজার এলাকায় পথের সাথি পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলসহ ছিটকে রাস্তার পাশে পড়ে যান তাঁরা। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী শাকিলকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা নেওয়ার পথে রাত আটটার দিকে তিনিও মারা যান।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, মোটরসাইকেল ও বাস সংঘর্ষের ঘটনায় দুজন মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: