কেন্দুয়ায় পৃথক স্থানে ফুটবল ও ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
নেত্রকোনার কেন্দুয়ায় পৃথক স্থানে ফুটবল ও ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কবির মিয়া (৫২) ও সুবেল মিয়া (৩২) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
প্রথম নিউজ, নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় পৃথক স্থানে ফুটবল ও ক্যারাম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কবির মিয়া (৫২) ও সুবেল মিয়া (৩২) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কবির মিয়া উপজেলার মাসকা ইউপির পিজাহাতি গ্রামের তাহের উদ্দিনের ছেলে। নিহত সুবেল মিয়া নোয়াদিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে পিজাহাতি দক্ষিণপাড়া গ্রামে হামজা মিয়ার ছেলে মোবারক ও আলীম উদ্দিনের ছেলে বাবু দুই পক্ষের মাঝে ঝগড়া হয়। ঘটনাটি পরে বড়দের মাঝে জড়ায়। গতকাল দুপুর ১২টার দিকে হামজা মিয়া বাড়ির পাশে হাওরে গেলে তাকে মারপিট করে প্রতিপক্ষ আলীম উদ্দিন গংরা। পরে হামজা মিয়ার চাচাতো ভাই নিহত কবির মিয়ার ওপর হামলা চালায় প্রতিপক্ষ আলীম উদ্দিন গংরা। এ সময় কবির মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন। হামজা মিয়ার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
অপরদিকে উপজেলার বলাইশিমুল ইউপির নোয়াদিয়া গ্রামের ক্যারাম খেলাকে কেন্দ্র করে সুবেল মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুবেল মিয়া নোয়াদিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। গত সোমবার রাতে ক্যারাম খেলাকে কেন্দ্র করে সুবেল গং ও কামাল হোসেন গংয়ের সঙ্গে মারামারি হয়। এ সময় গুরুতর আহত হন সুবেল। পরে সুবেলকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যান। এ সময় ৪ জন আহত হয়েছেন। এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনিদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: