কেন্দ্রীয় নেতাকে শিক্ষক না করায় চবি ভিসি’র কার্যালয়ে ছাত্রলীগের হামলা, ভাঙচুর

গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের ৫৪১তম সিন্ডিকেটের সভা শেষেই এই ভাঙচুরের ঘটনা ঘটে

কেন্দ্রীয় নেতাকে শিক্ষক না করায় চবি ভিসি’র কার্যালয়ে ছাত্রলীগের হামলা, ভাঙচুর
কেন্দ্রীয় নেতাকে শিক্ষক না করায় চবি ভিসি’র কার্যালয়ে ছাত্রলীগের হামলা, ভাঙচুর

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের (ভিসি) দপ্তর ভাঙচুর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও আটকে দেন। নিজেদের পছন্দের প্রার্থী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদকে শিক্ষক নিয়োগে সুপারিশ না করায় তারা এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের ৫৪১তম সিন্ডিকেটের সভা শেষেই এই ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা শাটল ট্রেন আটকে দেয়। জানা যায়, গতকাল সিন্ডিকেটের ৫৪১তম সভা ছিল। সভায় বিভিন্ন বিভাগে শিক্ষক ও কর্মচারী নিয়োগসহ বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হয়। সাড়ে ৪টার দিকে সভা শেষ হলে ছাত্রলীগের এক গ্রুপের নেতাকর্মীরা ভিসি’র দপ্তরে যায়। সেখানে গিয়ে জানতে পারে ছাত্রলীগের এক পছন্দের প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদকে শিক্ষক নিয়োগে সিন্ডিকেট সুপারিশ করেনি। এরপরই ভিসি’র দপ্তরের কাপ পিরিচ ও ফুলদানি ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকে দেয় তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মাইনুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোল্ড মেডেলিস্ট রায়হান আহমেদকে না নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী, সরকার বিরোধীদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। সেজন্য আমার কর্মীরা ভিসি’র কক্ষে গেছে এবং ভাঙচুর করেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপাচার্যের দপ্তরে হামলার চেষ্টা করেছিল মাত্র। পরে আমরা তাদের সরিয়ে নিয়ে এসেছি। আর এই বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: