কক্সবাজারে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে লাশ হলেন দুই বন্ধু
দুই বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে বেড়াতে যান কক্সবাজারে
প্রথম নিউজ, কক্সবাজার : দুই বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে বেড়াতে যান কক্সবাজারে। ফেরার পথে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক বন্ধুর মৃত্যু হয়। আরেক বন্ধু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৯ এপ্রিল) ভোরে মারা গেছেন।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার দেবীপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের পরদিন রোববার রিয়াদ উদ্দিন (২৬) ও তার বন্ধু মো. আশিক (৩০) মোটরসাইকেলে করে কক্সবাজারে যান। তারা সেখানে চারদিন বেড়ানোর পর শুক্রবার দুপুরের পর কেরানীগঞ্জের উদ্দেশে রওয়ানা দেন। রাতে দুর্ঘটনায় হতাহত হন দুই বন্ধু।
নিহত রিয়াদ ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকার ছোট কুশিয়ারবাগ গ্রামের আবদুর রহিমের ছেলে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
অপরজন মো. আশিকও কেরানীগঞ্জের একই এলাকার বাসিন্দা। স্থানীয় লোকজন প্রথমে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ভোরে মারা যান।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।