কক্সবাজারে বেড়াতে এসে এক পর্যটক নিখোঁজ
নিখোঁজ অনিকসহ সাথে থাকা মো. রাশেদ, মো. অভি মিয়া, মো. রিমন সরকার, বাদল ভুঁইয়া (ড্রাইভার), মো. রুবেল প্রথমে বান্দরবান পরে কক্সবাজার হাইপেরিয়র হোয়াইট প্লেইস হোটেলে রবিবার এসে অবস্থান করেছিলেন।
প্রথম নিউজ,কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় মো. অনিক (৩২) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি নরসিংদী সদর থানা, পূর্ব দত্ত পাড়া, ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে বন্ধুদের সাথে গোসল করতে আসেন কিন্তু সাতাঁর না জানার কারণে পানিতে নামেনি মো. অনিক। পরে সাথে থাকা বন্ধুরা গোসল সেরে তাকে না পেয়ে মুঠোফোনে বারবার চেষ্টা করেও ব্যর্থ হলে নিখোঁজ বলে সাধারণ ডায়রি করেন টুরিস্ট পুলিশের কাছে। তার সাথে আসা মো. রাশেদ ও ড্রাইভার বাদল ভুঁইয়া সাংবাদিকদের এই তথ্য জানান।
এই বিষয়ে টুরিস্ট পুলিশের দায়িত্বরত কর্মকর্তা ফরমান জানান, নিখোঁজের পর সাথে থাকা বন্ধুরা ডায়রি করলে তদন্ত চলছে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে নিখোঁজের অনিকের অবস্থান খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা।
নিখোঁজ অনিকসহ সাথে থাকা মো. রাশেদ, মো. অভি মিয়া, মো. রিমন সরকার, বাদল ভুঁইয়া (ড্রাইভার), মো. রুবেল প্রথমে বান্দরবান পরে কক্সবাজার হাইপেরিয়র হোয়াইট প্লেইস হোটেলে রবিবার এসে অবস্থান করেছিলেন।