কুকুর লেলিয়ে কলেজছাত্র হত্যা: হাইকোর্টের রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড বহাল, দুজন খালাস

ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

 কুকুর লেলিয়ে কলেজছাত্র হত্যা: হাইকোর্টের রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড বহাল, দুজন খালাস
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা:  কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে চট্টগ্রামের কলেজছাত্র হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে তিনজনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বাকি দুজনকে খালাস দিয়েছেন আদালত।

ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে ২০১৬ সালের ১৬ আগস্ট হিমাদ্রি হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন চট্টগ্রামের একটি আদালত।

এই পাঁচজন হলেন শাহ সেলিম ওরফে টিপু, শাহাদাত হোসেন, মাহাবুব আলী, শাহ সেলিমের ছেলে জুনায়েদ রিয়াদ ও তার বন্ধু জাহিদুল ইসলাম। তাদের মধ্যে কারাগারে আছেন শাহ সেলিম, শাহাদাত ও মাহাবুব। পলাতক আছেন জুনায়েদ ও জাহিদুল। 
২০১২ সালের ২৭ এপ্রিল, চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের চারতলায় হিমাদ্রিকে হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের পর, ছাদ থেকে ফেলে দেয়া হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। 

ওই ঘটনায় হিমাদ্রীর মামা অসিত দাস পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।  ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি, আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom