সাম্প্রদায়িক হামলা নিয়ে প্রধান বিচারপতির উদ্বেগ
বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আসামিদের জামিন দিলে সমাজে নেতিবাচক বার্তা ছড়াবে
প্রথম নিউজ, ঢাকা: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ের সাম্প্রদায়িক হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ রবিবার এ সংক্রান্ত একটি মামলার শুনানিতে নিজের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে তিনি প্রতিক্রিয়াটি দেখিয়েছেন।সাম্প্রদায়িক হামলা মামলায় ভুয়া অভিযোগ বিবেচনায় আসামিদের ছেড়ে দিলে কী অবস্থা দাঁড়াবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আসামিদের জামিন দিলে সমাজে নেতিবাচক বার্তা ছড়াবে।’
এ সময় ফরিদপুরের সালথায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় হাসান মেম্বারের জামিন স্থগিত করেন আপিল বিভাগ। মামলাটির শুনানিতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: