এটিএম বুথে ২৪ লাখ টাকা ডাকাতি: চারজন ৫ দিনের রিমান্ডে

এটিএম বুথে ২৪ লাখ টাকা ডাকাতি: চারজন ৫ দিনের রিমান্ডে

প্রথম নিউজ, সিলেট: সিলেটের ওসমানীনগরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় গ্রেফতার চারজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করে। অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ সেপ্টেম্বর সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরস্থ নতুনবাজারে অবস্থিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে বেঁধে ২৪ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে পুলিশ অভিযান শুরু করে। পরে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে তিনজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তারা হলো- নূর মোহাম্মদ, শামীম আহমেদ ও আব্দুল হালিম। অপরদিকে বুধবার সন্ধ্যায় এ ঘটনার মূল পরিকল্পনাকারী সাফি উদ্দিন জাহিরকে (৩৮) হবিগঞ্জ থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, এটিএম বুথে লুটের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ব্যাংক কর্তৃপক্ষকে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে।