চেক জালিয়াতি: কুড়িগ্রামে উপজেলা চেয়ারম্যান কারাগারে
শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে চর রাজীবপুর থানার ওসি মোজহারুল ইসলাম জানান।
প্রথম নিউজ, কুড়িগ্রাম: চেক জালিয়াতির মামলায় কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে চর রাজীবপুর থানার ওসি মোজহারুল ইসলাম জানান। তিনি আরও বলেন, সকালে আসামিকে কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার রাজন মিয়া চেয়ারম্যানের কাছে ব্যবসার ১২ লাখ টাকা পান। পাওনা টাকা পরিশোধের জন্য চেয়ারম্যান তাকে একটি চেক দেন। কিন্তু সেই অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না। এ নিয়ে যোগাযোগ করেও সমাধান না পেয়ে জামালপুর জেলা আদালতে চেয়ারম্যানের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করেন। পরে ওই মামলায় আদালত চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews