ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

সোমবার (২৮ মার্চ) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড়রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভূঞা সড়কে এ ঘটনা ঘটে।

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ
ফাইল ফটো

প্রথম নিউজ,নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ মার্চ) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড়রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভূঞা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা রাস্তার ওপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শব্দ শুনে আশপাশের লোকজন বের হয়ে কাউকে দেখেনি। তবে এতে কেউ হতাহত হয়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগেও বেশ কয়েকবার এ বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণসহ গুলি বর্ষণের অভিযোগ ওঠে। একই বাড়িতে বসবাস করেন সেতুমন্ত্রীর ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে এখন দেশের পথে রয়েছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom