এরশাদের ভাতিজার গাড়িতে হামলা, রাঙ্গার বিরুদ্ধে অভিযোগ

শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

এরশাদের ভাতিজার গাড়িতে হামলা, রাঙ্গার বিরুদ্ধে অভিযোগ

প্রথম নিউজ, রংপুর: রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে গণসংযোগকালে জাতীয় পার্টির যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

শাহরিয়ার আসিফ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও জাপা চেয়ারম্যান জিএম কাদেরের ভাতিজা। এদিকে ওই আসনের বর্তমান সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার নির্দেশে তার নেতাকর্মীরা ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছেন আসিফ। এ নিয়ে গঙ্গাচড়ায় জাতীয় পার্টির দুটি গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাচড়া বাজার এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন।

রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত। ওই আসনে এবার জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এরই অংশ হিসেবে শুক্রবার বিকালে বুড়িরহাট এলাকায় গণসংযোগ শেষে তিনি গঙ্গাচড়া বাজার হয়ে কোলকোন্দ, বড়বিল ও আলমবিদিতর ইউনিয়নে গণসংযোগে বের হন।

জানা যায়, আসিফের গণসংযোগের খবরে সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার নেতাকর্মীরা গঙ্গাচড়া বাজারে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ গঙ্গাচড়া বাজারে অবস্থান নেয় এবং আসিফের গাড়িবহরকে গঙ্গাচড়া বাজারে ঢুকতে না দিয়ে গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে থেকে বড়বিল ইউনিয়ন ও আলমবিদিতর ইউনিয়নের দিকে যেতে বলে। আসিফ তার গাড়িবহরে থাকা নেতাকর্মীদের নিয়ে গঙ্গাচড়া সরকারি কলেজ হয়ে সদর ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গণসংযোগ করার পর বড়বিল মন্থনার দিকে যাওয়ার সময় রাঙ্গার নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও আসিফের ওপর হামলা চালায়। এতে আসিফের দুটি গাড়ির কাঁচ ভেঙে যায় এবং পাঁচ নেতাকর্মী আহত হন।

শাহরিয়ার আসিফ বলেন, স্থানীয় সংসদ সদস্য রাঙ্গা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার গণসংযোগকালে হামলা চালিয়েছে। এতে আমার পাঁচ নেতাকর্মী আহতসহ দুটি গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা ঘটার কথা বলে আমাকে গঙ্গাচড়া বাজারে পুলিশ গণসংযোগ করতে দেয়নি। রাঙ্গা পুলিশকে তার ঢাল হিসেবে ব্যবহার করছে। 

এ ব্যাপারে মশিউর রহমান রাঙ্গা বলেন, আমি গঙ্গাচড়া আসনে তিনবারের সংসদ সদস্য। একবার প্রতিমন্ত্রী ছিলাম। গতবার আড়াই লাখ ভোট পেয়েছি, গঙ্গাচড়ার সবাই আমার লোক। এছাড়া আমি জাতীয় পার্টির মহাসচিব ছিলাম। আসিফ আমার সমপর্যায়ের নেতা না। গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে তার সঙ্গে এলাকাবাসীর হাতাহাতির ঘটনা ঘটেছে। তারা পালিয়ে যাচ্ছিল, পেছন থেকে নাকি উত্তেজিত এলাকাবাসী ঢিল ছুড়েছে। সে অহেতুক এ ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে কথা বলছে। যদি তার ওপর হামলা হয়ে থাকে তবে পুলিশ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। এ ঘটনার সঙ্গে আমার কিংবা আমার লোকজনের কোনো সম্পর্ক নেই।

আসিফের অভিযোগ প্রসঙ্গে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, পুলিশ গঙ্গাচড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা কাজ করে যাচ্ছে। হোসেন মকবুল শাহরিয়ার আসিফকে প্রতিহত করার জন্য শতাধিক নারী ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছিল। পুলিশ একাধিকবার তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতে তারা গঙ্গাচড়া বাজারে এলে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতো। তাই গঙ্গাচড়া সহকারি কমিশনার (ভূমি) ও সার্কেল এএসপি স্যারের উপস্থিতিতে আমরা অন্য পথ দিয়ে গিয়ে গণসংযোগ করার জন্য বলেছিলাম।