এবার সালাহউদ্দীন-খোকনকে শোকজ করলো বিএনপি
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম সিউজ, অনলাইন: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করা হয়েছে। ইতোমধ্যে শোকজের চিঠি তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য সালাহউদ্দিন আহমেদকে এবং নরসিংদীতে দখলবাজিসহ বিভিন্ন অভিযোগে খোকনকে শোকজ করা হয়েছে।