এবার সালাহউদ্দীন-খোকনকে শোকজ করলো বিএনপি

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। 

এবার সালাহউদ্দীন-খোকনকে শোকজ করলো বিএনপি

প্রথম সিউজ, অনলাইন: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করা হয়েছে। ইতোমধ্যে শোকজের চিঠি তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য সালাহউদ্দিন আহমেদকে এবং নরসিংদীতে দখলবাজিসহ বিভিন্ন অভিযোগে খোকনকে শোকজ করা হয়েছে।

এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পদ স্থগিত করা হয়। দলের নীতি ও আদর্শ পরিপন্থি বক্তব্য দেওয়ার অভিযোগে সাংগঠনিক শাস্তির মুখোমুখি হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাকে পদাবনতি দিয়ে দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়।