সাংবাদিকদের প্রতি ক্রীড়া উপদেষ্টা আসিফের দুই অনুরোধ

তাদের বেশ কয়েকজন ক্রীড়াঙ্গনের বিভিন্ন অসঙ্গতির ব্যাপারে উপদেষ্টাকে অবহিত করেন।

সাংবাদিকদের প্রতি ক্রীড়া উপদেষ্টা আসিফের দুই অনুরোধ

প্রথম সিউজ, খেলা ডেস্ক: ক্রীড়াঙ্গন সংস্কারে ক্রীড়া সাংবাদিকদের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। ‘ক্রীড়াঙ্গনে সার্বিক উন্নয়নে মতবিনিময়’ শীর্ষক এক আলোচনা সভায় ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে ক্রীড়া সাংবাদিকদের পর্যবেক্ষণ শোনার পর এই মন্তব্য করেন উপদেষ্টা। এই মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন গণমাধ্যমের ক্রীড়া বিভাগের প্রধান, যুগ্ম ক্রীড়া সম্পাদক, দেশের শীর্ষ ক্রীড়া সাংবাদিকরা। তাদের বেশ কয়েকজন ক্রীড়াঙ্গনের বিভিন্ন অসঙ্গতির ব্যাপারে উপদেষ্টাকে অবহিত করেন।

বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের মতামত, পর্যবেক্ষণ ও অভিযোগ শুনে সবার শেষে বক্তব্য রাখেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের গঠনমূলক মন্তব্য আমরা পর্যালোচনা করব। ক্রীড়াঙ্গনে আপনারা দীর্ঘদিন ধরেই রয়েছেন। আপনাদের পর্যবেক্ষণকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। এজন্য সার্চ কমিটিতে দুই জন এবং জেলা পর্যায়েও ক্রীড়া সাংবাদিক প্রতিনিধি রেখেছি। সার্চ কমিটি ফেডারেশনগুলো পর্যালোচনা করে আমাদের প্রতিবেদন দেবে। আমরা এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

সাংবাদিকদের কেউ কেউ অবশ্য স্থানীয় ক্রীড়া সংস্থায় সাংবাদিকদের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছেন। তারা ক্রীড়া সাংবাদিকদের শুধু ক্রীড়া সাংবাদিকতাতেই রাখার পরামর্শ দিয়েছেন। তাদের যুক্তি এতে স্বার্থের সংঘাত তৈরি হয়। 

ক্রীড়া সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আপনারা ইতোপূর্বে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। আশা করি সামনেও করবেন। শুধু খেলোয়াড় কী করলেন, কী খেলেন এর বাইরেও খেলার অনিয়ম-অসঙ্গতি অনুসন্ধান প্রতিবেদনের মাধ্যমে তুলে আনবেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

উপদেষ্টা তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ব্যাপারে সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ‘দর্শক হিসেবে আগে দেখেছি থাম্বলাইন ও শিরোনাম এক রকম আর কন্টেন্ট অন্যরকম। অনেক প্রতিবেদন দেখেছি অনুমান নির্ভর। যা খেলার আগে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করে।’