এবার সালমানের মেজ ভাই আসছেন ঢাকায়
বলিউড সুপারস্টার সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’। এই প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য ও সেবা রয়েছে।

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’। এই প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য ও সেবা রয়েছে। বিশ্বজুড়ে নানা দেশে রয়েছে শাখা। গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় চালু হয়েছে ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’র প্রথম আউটলেট। যেটা উদ্বোধনে হাজির হয়েছিলেন সালমানের ছোট ভাই সোহেল খান। সাত মাস পর আবারও ঢাকায় আসছেন খান পরিবারের সদস্য। এবার ঢাকাগামী ফ্লাইটে চড়বেন আরবাজ খান। তিনি সালমানের মেজ ভাই। উদ্দেশ্য একই- ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’র নতুন আরেকটি শাখার উদ্বোধন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
বাবা সেলিম খানের সঙ্গে সালমান ও তার ভাই-বোনআগামী ৭ এপ্রিল ধানমন্ডি শাখা চালু করা হবে। এর দুদিন পর চট্টগ্রামে। ফলে এই সফরে বাংলাদেশে বেশ কয়েক দিন থাকবেন আরবাজ খান ও তার সফরসঙ্গীরা। জানা গেছে, উদ্বোধন উপলক্ষে ধানমন্ডি আউটলেটে প্রথম ২৫ জন ক্রেতাকে সালমান খানের ব্রেসলেট এবং চট্টগ্রামে প্রথম ২৫ জনকে তার অটোগ্রাফসহ ক্যাপ উপহার দেয়া হবে।