এবার সরাসরি অ্যাকশনে যেতে হবে: গয়েশ্বর
তিনি বলেন, নির্বাচন কমিশন কি বললো তাতে কিছু যায় আসেনা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া আর কিছু শুনতে চাই না।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি একটা ইশতেহার করছে কিভাবে এই সরকারকে সরানো যায়, এবার সরাসরি অ্যাকশনে যেতে হবে।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে যশোর জেলা যুবদলের সহ-সভাপতি বদিউজ্জামান ধনি’র হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে ওবায়দুল কাদের কোনো সাবজেক্ট নয়, হাছান মাহমুদও কোনো বিষয়বস্তু নন। বিষয়বস্তু হচ্ছেন একজন মাফিয়া চক্র প্রধান তার নাম শেখ হাসিনা।’
তিনি বলেন, ‘অনেকে বলছেন বাংলাদেশের অবস্থা নাকি শ্রীলঙ্কার মতো হবে কিন্তু আমি বিশ্বাস করি না। এমন তো হতে পারে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটতে পারে তখন শ্রীলঙ্কার ঘটনা মানুষ ভুলে যাবে। আর কোনো রিএ্যাকশন নয় এখন থেকে এ্যাকশন। অধিকার আদায়ে কথা বললে জেলখানায় নেবেন? নিতে পারেন কিন্তু আপনারা সেই জেলখানায় যেতে পারেন কি না একটু ভাবেন। লোকে বলে আপনারা নাকি আন্তর্জাতিক আদালতে হাজিরা দিতে চান-সেখানে হাজিরা দিলে মানুষ বলে কি না কি হয় আমি তা জানি না। শেখ হাসিনার শেষ ঠিকানা মালদ্বীপ। সেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে অপেক্ষা করছেন।’
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘নির্বাচনে যেতে নির্বাচনী ইশতেহার তৈরি করছে না বিএনপি। এই সরকারকে কিভাবে বিদায় করা যায় বিএনপি সেই ইশতেহার তৈরি করছে। শেখ হাসিনা কে ক্ষমতায় রেখে যারা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে বলছেন আমি বলব তারা নাস্তিক। আল্লাহ’র উপর তাদের কোনো বিশ্বাস নাই।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে করে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন কি করবে কি করছে তা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। জাতির মাথা ব্যথা একটাই তাড়াও হাসিনা, বাচাঁও দেশ, জনগণের বাংলাদেশ। তাই নির্বাচন শব্দটা মুখে আনবেন না, নির্বাচন নিয়ে কোনো কথা নয়। এই দেশে নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews