এবার সিনেমার প্রযোজনায় ধোনি
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এবার সিনেমায় অভিষেক হতে চলেছে
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এবার সিনেমায় অভিষেক হতে চলেছে। তবে অভিনয়ে নয়, প্রযোজনার মাধ্যমে তার এই অভিষেক। আইপিএলে তিনি খেলেন চেন্নাইয়ে দলে। সেই থেকে ধোনির সঙ্গে তামিলনাড়ুর ঘনিষ্ঠতা। সম্পর্কটা এমনই গাঢ় যে মাহিকে সেখানে ‘থালাইভা’ বা নেতা হিসেবেই ডাকা হয়।
ক্রিকেটের পর এবার সেই সম্পর্ককে আরও পাকাপোক্ত করতে ধোনির সংস্থা নামছে তামিল ছবি প্রযোজনায়।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ধোনির স্ত্রী সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের ওপর ভর করে তৈরি হচ্ছে একটি পারিবারিক ছবি। যদিও আর পাঁচটা পারিবারিক ছবির সঙ্গে নাকি ধোনি প্রযোজিত ছবির পার্থক্য অনেক।
ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে তামিল ছবিটি পরিচালনা করবেন রমেশ থামিলমনি। এই রমেশই লিখেছিলেন নতুন প্রজন্মের গ্রাফিক নভেল ‘অথর্ব’।
এদিকে ধোনির ছবিতে কে কে কাজ করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। দ্রুত আর্টিস্ট আর ছবির নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক রমেশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews