এবার মাউতির বাঁধ ভেঙ্গে ডুবে গেছে বোরো ফসল

কৃষক সুবির সরকার পান্না ও শেকুল মিয়া জানান, তাদের ধান ও খড় হাওরেই রয়ে গেছে। কাটা ধানও আনতে পারবেন না। জমির ধানও জমিতেই থাকবে।

এবার মাউতির বাঁধ ভেঙ্গে ডুবে গেছে বোরো ফসল

প্রথম নিউজ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লার ছায়ার হাওরের মাউতির বাঁধ ভেঙে দিরাই, শাল্লা, নেত্রকোনার খালিয়াজুরী, মদন, কিশোগঞ্জের ইটনা ও মিঠামইন উপজেলার হাজারো কৃষকের ফসল ডুবে গেছে। আজ রোববার  ভোরে বাঁধটি ভেঙে হাওরে পানি ঢুকতে থাকে। এতে ডুবে গেছে কয়েক হাজার বোরো ফসল।

শাল্লার ঘুঙ্গিয়ার গ্রামের কৃষক সুবির সরকার পান্না ও শেকুল মিয়া জানান, তাদের ধান ও খড় হাওরেই রয়ে গেছে। কাটা ধানও আনতে পারবেন না। জমির ধানও জমিতেই থাকবে।

শাল্লা সদর ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, হাওরের কৃষকের অর্ধেক জমি ডুবে গেছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব দাবি করেছেন, হাওরের ৯০ ভাগ ফসল কাটা শেষ। শনিবার রাত ১১টায় কালবৈশাখী ঝড় হচ্ছিলো। ওই সময় তদারকিতে কেউ না থাকায় বাঁধ ভেঙেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom