এখন ঘুষ লেনদেন হয় ডলারে: হাইকোর্ট

এখন ঘুষ লেনদেন হয় ডলারে: হাইকোর্ট
এখন ঘুষ লেনদেন হয় ডলারে: হাইকোর্ট

প্রথম নিউজ, ঢাকা: বস্তাভর্তি টাকায় নয় এখন ঘুষ লেনদেন হয় ডলারের মাধ্যমে। মঙ্গলবার বিচারপতি কে, এম, কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এ সময় আদালত দুর্নীতির বিরুদ্ধে দুদক কী করে এমন প্রশ্নও করেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন এডভোকেট খুরশীদ আলম খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। জহুরুল ইসলাম নামে একজনের পরিবর্তে কারাগারে চাকরি করছেন একই নামের আরেকজন, এ সংক্রান্ত মামলার শুনানিকালে আদালত এই মন্তব্য করেন।

শুনানির এক পর্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, গণমাধ্যমে দেখা যায় ঘুষ লেনদেনে বস্তায় বস্তায় টাকা বিনিময় হয়। তখন আদালত বলেন, এখন আর বস্তায় নয় ঘুষ নিচ্ছে ডলারে। এসময় দুর্নীতির বিরুদ্ধে দুদক কী করে এমন প্রশ্নও করেন বিচারক। গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ছদ্মবেশ ধারণ এবং বিভিন্ন জালজালিয়াতি করে চট্টগ্রাম ও সিলেটে ২শ কারারক্ষী চাকরি করছে। পরে কারা কর্তৃপক্ষের তদন্তে ৮৮ জনের নামে জালজালিয়াতির প্রমাণও মিলে। এর মধ্যে ৩ জন পাওয়া যায়, যাদের একজনের পরিবর্তে আরেকজন কারাগারে চাকরি করছেন। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom