একমাসে বিদ্যুৎ বিল ৩৪১৯ কোটি টাকা! অসুস্থ হয়ে হাসপাতালে গৃহকর্তা

একমাসে বিদ্যুৎ বিল ৩৪১৯ কোটি টাকা! অসুস্থ হয়ে হাসপাতালে গৃহকর্তা
একমাসে বিদ্যুৎ বিল ৩৪১৯ কোটি টাকা! অসুস্থ হয়ে হাসপাতালে গৃহকর্তা

প্রথম নিউজ, ডেস্ক : বিদ্যুৎ বিল দেখেই অসুস্থ হয়ে পড়লেন প্রবীণ গৃহকর্তা।  ভর্তি করা হলো হাসপাতালে। অসুস্থ হবেনই না কেন! যেখানে প্রতি মাসে বিল আসে হাজার টাকা সেখানে কিনা এলো কয়েক হাজার কোটি টাকা! ঘটনা ভারতের মধ্যপ্রদেশের। ওই পরিবারের কাছে মাস শেষে বিদ্যুৎ বিল  আসে ৩ হাজার কোটি টাকা। প্রিয়াঙ্কা গুপ্তার নামে  আসা বিলের কাগজ দেখে অসুস্থ হয়ে পড়েন তার শ্বশুর। সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়,  গোয়ালিওর  শহরের শিব বিহার কলোনির বাসিন্দা পরিবারটি। ক’দিন আগেই জুলাই মাসের বিদ্যুতের বিল পান তারা।  তাতে দেখা যায় বকেয়া বিলের পরিমাণ ৩৪১৯ কোটি টাকা। বিল দেখে পিলে  চমকে যায় তাদের। সঞ্জীব কনকনে(প্রিয়াঙ্কার স্বামী) দাবি করেন, এত বিল দেখে বিষয়টি নিশ্চিত করতে তারা বিদ্যুৎ দপ্তরের পোর্টাল সার্চ করেন। সেখানেও একই পরিমাণ বিল দেখতে পান। এরপর যা হবার তাই হলো।বিশাল অঙ্কের এই বিল দেখে অসুস্থ হয়ে পড়েন সঞ্জীবের বাবা।  দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ জানানো হয় রাজ্য বিদ্যুৎ দপ্তরে।  বিল সংশোধন করা হয়। তাদের সংশোধিত বিল দাঁড়ায় মোটে ১৩০০ টাকা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,  এই ঘটনায় মধ্যপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুমান সিং তোমার বলেন, ভুল সংশোধন করা হয়েছে। তদন্ত করে ওই কর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে, যথারীতি এমন কাণ্ডে সে এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom