একটি ম্যাচ, ভারতের জন্য দুবাইয়ে থাকছে আরও দুই দল!

একটি ম্যাচ, ভারতের জন্য দুবাইয়ে থাকছে আরও দুই দল!

প্রথম নিউজ, অনলাইন:   চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে একটু বেশিই সুবিধা পাচ্ছে ভারত। তাদের সবগুলো ম্যাচ-ই হচ্ছে দুবাইয়ে। সেমিফাইনালে যেভাবে সূচি করা হয়েছে, তাতে এখন ভারতের একটি ম্যাচের জন্য ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট কাটা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাকে দুবাই সফর করতে হচ্ছে। অথচ সেখানে ওই দুই দলের একটিই ভারতের মুখোমুখি হবে! 

হাইব্রিড মডেলে আগেই ঠিক করা ছিল ভারত সেমিফাইনালে উঠলেও তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে। গ্রুপ পর্বে অবস্থান যেমনই হোক না কেন। কিন্তু তাদের সুবিধার জন্য এখন ‘বি’ গ্রুপের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাকে বিমানে ভ্রমণ করে দুবাইয়ে যেতে হচ্ছে। শনিবার দুবাইয়ে গেছে অস্ট্রেলিয়া। তার পর রবিবার দুপুরে একই জায়গায় যাবে প্রোটিয়ারাও। 

একজন আইসিসি কর্মকর্তা অবশ্য বলেছেন, ৪ মার্চ দুবাইয়ে যে দলটি সেমিফাইনাল খেলবে, তাদের প্রস্তুতির জন্য সর্বোচ্চ সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর ফলে একটি দলকে এমন একটি অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে, যাদের পাকিস্তান ছেড়ে দুবাই যেতে হবে, আবার দুয়েকদিনের মধ্যে পাকিস্তানেও ফিরতে হবে। আর লাহোরের সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে একদিন পর ৫ মার্চ! এমন সময়সূচির কারণে একটি দল এমন ভেন্যুতে ভ্রমণ ও অনুশীলন করবে, যেখানে তাদের সেই দিন কোনও ম্যাচই থাকছে না।

সেমির চারটি দল নিশ্চিত হয়ে গেলেও কে কার প্রতিপক্ষ হতে যাচ্ছে সেটা নিশ্চিত হবে রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পর। এই ম্যাচের ওপরই নির্ভর করছে ‘বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা তাদের সেমিফাইনাল কোথায় খেলবে। 

এই অবস্থায় ফাইনালের ভেন্যু নিয়েও এক প্রকার অনিশ্চয়তা রয়েছে। ভারত যদি সেমিফাইনালে জয় পায় তাহলে ফাইনালও দুবাইয়ে অনুষ্ঠিত হবে। তখনও ভ্রমণজনিত বাড়তি চাপে পড়বে একটি দল। তারা হারলে শিরোপা লড়াই তখন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।