কম দামের এক মুঠো চালের জন্য মানুষ দিশেহারা হয়ে দৌড়াচ্ছে ট্রাকের পিছনে : সেলিমা রহমান
তিনি বলেন, ‘আওয়ামী লীগ বুঝতে পেরেছে তাদের সময় শেষ। আমরা রাজপথে নেমে গেছি। রাজপথেই আপনাদের সঙ্গে দেখা হবে। রাজপথের আন্দোলনের মাধ্যমেই সরকার পতন করে দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।’

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘দেশের মানুষ এক মুঠো চালের জন্য টিসিবির ট্রাকের পেছনে দৌড়াচ্ছে। অথচ সরকার উন্নয়নের চমক দেখানোর বুলি আওড়াচ্ছে। মূলত তারা জনগণের পকেট কেটে আখের গোছাতে ব্যস্ত।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, ‘এ দেশে নির্বাচন তখনই হবে, যখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। এছাড়া কোনো নীলনকশার নির্বাচন হতে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ এক মুঠো চালের জন্য ট্রাকের পেছনে পেছনে দৌড়াচ্ছে। অথচ সরকার উন্নয়নের চমকের কথা বলছেন। তারা জনগণের পকেট কাটছেন।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আওয়ামী লীগ বুঝতে পেরেছে তাদের সময় শেষ। আমরা রাজপথে নেমে গেছি। রাজপথেই আপনাদের সঙ্গে দেখা হবে। রাজপথের আন্দোলনের মাধ্যমেই সরকার পতন করে দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।’
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি নেতা আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, সরফত আলী সপু, আজিজুল বারী হেলাল, সাইফুল আলম নিরব, ডা. রফিকুল ইসলাম, রবিউল ইসলাম খান রবি, মশিউর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ, মৎস্যজীবী দলের আব্দুর রহিম প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: