বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
আজ বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে নিজ বাসভবন ফিরোজায় ফেরার কথা রয়েছে

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বিকেলে বাসায় ফিরবেন।
আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে নিজ বাসভবন ফিরোজায় ফেরার কথা রয়েছে তাঁর। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উই সদস্য প্রথম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন।
মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, বেগম খালেদা জিয়া এখন মোটামুটি সুস্থ আছেন। জ্বরও তেমন নেই। হাসপাতাল থেকে ফিরে গুলশানের বাসভবন ফিরোজায় থেকেই চিকিৎসা নেবেন তিনি।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সে সময় সিটি স্ক্যান রিপোর্টে তার ফুসফুসে পাঁচ শতাংশে সংক্রমণ পাওয়া গিয়েছিল।
এরপর গত ২৫ এপ্রিল এই সাবেক প্রধানমন্ত্রীর দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করা হলে সেখানেও তার রিপোর্ট পজিটিভ এসেছিল। পরে ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
৫৪ দিন হাসপাতালে চিকিৎসার পর ১৯ জুন তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর ১২ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন খালেদা জিয়া। তখন তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: