এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান হবে না: নজরুল ইসলাম খান

রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান হবে না: নজরুল ইসলাম খান

প্রথম নিউজ, অনলাইন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের বিদ্যমান সংকট সমাধানে এক দফা বাস্তবায়নের বিকল্প নেই। এজন্য শিগগিরই সরকার পতনের আন্দোলন জোরদারে নতুন কর্মসূচি দেওয়া হবে। রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

নজরুল ইসলাম খান বলেন, দেশে যে বিদ্যমান সংকট তৈরি হয়েছে, গণতন্ত্রহীনতার সংকট, দুর্নীতি-অনাচারে দেশ ছেয়ে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে, সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের নিযুক্ত ঊর্ধ্বতন ব্যক্তিরা দুর্নীতি করে দেশটাকে ফোকলা করে দিচ্ছে। ব্যাংকগুলো শূন্য হয়ে যাচ্ছে, টাকার অবমূল্যায়ন হয়েছে। দ্রব্যমূল্যের ঊধর্বগতিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। 

তিনি বলেন, এক দফার দাবিতে আমরা লড়াই শুরু করেছি। ওই এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান হবে না। আর সেই এক দফার যে লড়াই সেই লড়াইকে এগিয়ে নিতে আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব। 

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কারের, কোটা বাতিল না। সেই দাবির প্রতি বিএনপি সমর্থন জানিয়েছে। সেই ছাত্ররা এখন এই দাবিতেই আন্দোলন করছে। দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা শপথ গ্রহণ করেন, তখন তাদের বলতে হয় যে, কখনো অনুরাগ বা বিরাগের মুখোমুখি হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না; কিন্তু আমরা দেখলাম যে, প্রকাশ্যে ঘোষণা করেই একটা বিরাগের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রী বলে দিলেন কোটাই বাতিল হয়ে করে দিলাম! এটা কেউই যুক্তিসংগত মনে করে না, মনে করে এটা বিরাগের বশবর্তী হয়ে করা হয়েছে। 

বৈঠকে নজরুল ইসলাম খান ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের সমন্বয়কারী জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে বৈঠকে বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের একাংশের মাওলানা আবদুল করিম প্রমুখ অংশ নেন। 

গত তিন দিনে যুগপৎ আন্দোলনের শরিক বাম গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়বাদী সমমনা জোট, এনডিএ, গণফোরাম (মন্টু), বাংলাদেশ পিপলস পার্টি, এলডিপি, গণঅধিকার পরিষদের একাংশের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন বিএনপি নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষার চলমান আন্দোলনে যারা যুগপতের পক্ষে ছিলেন তাদের সঙ্গে আমরা ধারাবাহিক আলাপ-আলোচনা করছি। অন্যান্য দল ও জোটগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে এগুলো একসঙ্গে মিলিয়ে আমরা তাদের সঙ্গে বসে আলাপ করব। তার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত হবে।