এই নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপের প্রশ্নই ওঠে না: ড. মোশাররফ

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে নাসির উদ্দিন আহমেদ পিন্টু সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

এই নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপের প্রশ্নই ওঠে না: ড. মোশাররফ
বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

প্রথম নিউজ, ঢাকা: এই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নাকি সংলাপ করবেন। স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে নির্বাচনে যাবে না।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে নাসির উদ্দিন আহমেদ পিন্টু সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলেন তিনি। সম্মিলিত ছাত্র যুব ফোরাম এই স্মরণ সভার আয়োজন করে। 

নাসির উদ্দিন পিন্টুকে স্মরণ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, নাসির উদ্দিন পিন্টুকে সরকার তিলে তিলে হত্যা করেছে। পিন্টুর মতো ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ আমাদের অনেক নেতাকেও গুম এবং হত্যা করা হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন এই হত্যাকারীদের বিচার হবে। এদেশের জনগণই সেই বিচার করবে। 

খন্দকার মোশাররফ বলেন, আমরা যে নির্বাচন চাই তা হবে শেখ হাসিনার পতন অথবা পদত্যাগের মাধ্যমে সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নির্দলীয় সরকারই অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে দায়িত্ব নিয়ে ব্যবস্থা নেবে। তারা (নির্দলীয় সরকার) যখন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে তখন আমরা সেই কমিশনের সঙ্গে কথা বলবো। 

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আজকে যারা ক্ষমতায় আছে তারা ভালো নেই, তাদের ঘুম হয় না। আর তাই তার মতো অবৈধ প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের অসংলগ্ন কুরুচিপূর্ণ বক্তব্য আসে। ঘুম ভালো হলে একজন মানুষ এ ধরনের বক্তব্য দিতে পারে না। 

সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom