উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়ন বোর্ডের সভা রোববার
প্রথম নিউজ, অনলাইন: উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে রোববার অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা যায়, রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, রাশিদুল আলম, দীপু মনি সভায় উপস্থিত থাকতে পারেন বলে সূত্রটি জানিয়েছে।
সভায় ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। বিএনপি দলীয় ছয় সংসদ সদস্যরা পদত্যাগ করলে সেসব আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে ৫টি সংসদীয় আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। আগ্রহী প্রার্থীরা ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews