উত্তাল বুয়েট, লেজুড়বৃত্তি রাজনীতি রুখে দেওয়ার শপথ

আজ মঙ্গলবার (৮ আগস্ট) শিক্ষার্থীরা এ বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।

উত্তাল বুয়েট, লেজুড়বৃত্তি রাজনীতি রুখে দেওয়ার শপথ

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আলোচিত আবরার ফাহাদ হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় আজীবন বহিষ্কার হওয়া আশিকুল ইসলাম বিটুর ক্লাসে অংশগ্রহণ নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৮ আগস্ট) শিক্ষার্থীরা এ বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।

এই পরিস্থিতিতে তারা বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নিয়ে  লেজুড়বৃত্তি রাজনীতি ও সব ধরনের অপশক্তি রুখে দিতে শপথবাক্য পাঠ করেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেন।  
শপথগ্রহণ শেষে বিক্ষোভকারীদের একজন বলেন, আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। দ্রুততম সময়ের মধ্যে যদি পদক্ষেপ নেওয়া না হয়, আমরা একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকব। আশা করছি বুয়েট কর্তৃপক্ষ দ্রুততম সময়ে পদক্ষেপ গ্রহণ করবে।

বুয়েটে রাজনীতি নিষিদ্ধ করা হলেও সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বুয়েটের নিয়মিত শিক্ষার্থীর পদ পাওয়া, পরবর্তী সময়ে পদত্যাগ, ট্যুরে গিয়ে আটক ও সর্বশেষ বিটু ক্লাসে ফেরা নিয়ে শিক্ষার্থীরা বেশ কয়েকবার কর্মসূচি পালন করেন। সোমবার (৭ আগস্ট) তারা শহীদ মিনারে মানববন্ধন পালন করেন।