উচ্চগতির ট্রেন থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন যুবক (ভিডিও)

উচ্চগতির ট্রেন থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন যুবক (ভিডিও)

প্রথম নিউজ, ডেস্ক : স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে প্রচন্ড বেগে ছুটে যাওয়া ট্রেনের ভিডিও করছিলেন কেউ একজন। এরমধ্যেই ধপ করে ট্রেন থেকে কিছু একটা ছিটকে পড়তে দেখা যায়। প্লাটফর্মে অপেক্ষমান যাত্রীরা কৌতুহল নিয়ে তাকিয়ে দেখেন—  কোনো বস্তু বা মালামাল নয়। দ্রুত ও উচ্চগতির ট্রেন থেকে পড়ে গেছেন এক যুবক। তবে প্রচন্ড জোরে পড়লেও অলৌকিকভাবে বেঁচে গেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুর রেলস্টেশনে। ওই যুবক ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছুটতে থাকা পাতলিপুত্র এক্সপ্রেস থেকে পড়ে যান বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।


যুবকটি পড়েই প্লাটফর্মে অনেকটা দূর পিছলে যান। আর এ সময় সাধারণ যাত্রীরা অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকেন। তবে তিনি কিভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান সেটি জানা যায়নি।

অবাক করার বিষয় হলো, এত দ্রুতগতির ট্রেন থেকে পড়ে গিয়েও ওই যুবকের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং প্রায় সঙ্গে সঙ্গে নিজের পায়ে উঠে দাঁড়ান তিনি।

কয়েকদিন আগে স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, পশ্চিমবঙ্গে এক ব্যক্তিকে নিশ্চিত ট্রেনে কাটা পড়া থেকে বাঁচিয়েছেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) এক সদস্য।

এছাড়া মুম্বাইয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক বৃদ্ধা পড়ে গেলে উপস্থিত বুদ্ধি ব্যবহার করে তাকে বাঁচিয়ে দেন এক পুলিশ সদস্য।