উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাব-মাঝিকে কুপিয়ে হত্যা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাব-মাঝিকে কুপিয়ে হত্যা

প্রথম নিউজ, কক্সবাজার  : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আতাউল্লাহ  (৩৫) নামে এক সাব-মাঝিকে (রোহিঙ্গা নেতা) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উখিয়া ১৯নং ক্যাম্পের সামনে  ঘটনা ঘটে। 

নিহত আতাউল্লাহ ১৯নং ক্যাম্পের সাব মাঝি হিসাবে দায়িত্বে ছিলেন। হত্যার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। 

তিনি জানান, ঘরে ফেরার পথে ১৫ থেকে ২০ জনের একটি দুষ্কৃতকারী দল সাব মাঝি আতাউল্লাহকে কুপিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এই ঘটনায় জড়িতদের চিহ্নিতের কাজ চলছে। এই মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।