কক্সবাজারে ইয়াবাসহ মেম্বার প্রার্থী আটক
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছিলেন
প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের রামুতে ২ হাজার পিস ইয়াবাসহ মেম্বার প্রার্থী মো. ইকবাল আটক হয়েছেন।
শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।
জানা যায়, আটক মো. ইকবাল আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছিলেন।
রামু থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে রামুর মরিচ্যা বিজিবি চেকপোস্টে তল্লাশি করে তাকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: