ইসরাইলি হামলায় নিহত হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতার কন্যা

ইসরাইলি হামলায় নিহত হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতার কন্যা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: শুক্রবার থেকে লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইল। ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহকে হত্যা করাই  উদ্দেশ্য  ইসরাইলি সেনার। লেবাননের রাজধানীতে ছয়টি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেইসঙ্গে সেখানে ব্যাপক আকারের  ধোঁয়া দেখা গেছে।  ইসরাইলি সেনার লাগাতার আক্রমণে ভেঙে গুঁড়িয়ে গেছে হিজবুল্লাহর সদর দপ্তর। নাসারুল্লাহকে লক্ষ্য করে  ইসরাইলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা স্পষ্ট নয়, তবে সেই আক্রমণেই নাসারুল্লাহর কন্যা জাইনাবের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। যদিও হিজবুল্লাহর তরফে এই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। ওই  ভবনে নাসারুল্লাহ থাকতে পারেন ভেবেই সেখানে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরাইলি সেনা। যদিও হিজবুল্লাহর দাবি, নাসারুল্লাহ নিরাপদে সুস্থ রয়েছেন।

তবে ইসরাইলের সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত্যু হয়েছে নাসারুল্লাহর  কন্যা জাইনাবের। সদর দপ্তরের ধ্বংসাবশেষ থেকে তার দেহ উদ্ধার হয়েছে।  ইসরাইলি সামরিক বাহিনী বলছে, বিমান হামলায় হিজবুল্লাহর মিসাইল ইউনিটের প্রধান মুহাম্মদ আলী ইসমাইল এবং তার ডেপুটি হুসেইন আহমেদ ইসমাইলও  নিহত হয়েছেন। জাইনাবের মৃত্যুতে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মত বিশেষজ্ঞদের । ইতিমধ্যে ইসরাইলে বড়সড় হামলার হুঁশিয়ারি দিয়েছে লেবানন। জাইনাবের মৃত্যুর পরে আক্রমণের তীব্রতা আরও বাড়াতে পারে তারা। পালটা বড়সড় হামলা হতে পারে তেল আভিভের তরফেও। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাসারুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলের অতর্কিত এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন। শুক্রবার জানা গিয়েছিল, ইহুদি দেশটির ‘অগ্নিবর্ষণে’ মৃত্যু হয়েছে হিজবুল্লাহর ড্রোন কমান্ডারের। এবার প্রকাশ্যে এল হিজবোল্লার শীর্ষ নেতা নাসারুল্লাহর মেয়ের মৃত্যুর খবর। সূত্র : হিন্দুস্থান টাইমস