ইসির সংলাপের চিঠি’ নয়াপল্টনে কার্যালয়ের চেয়ারে ঝুলিয়ে রাখা হয়েছে

ইসির সংলাপের চিঠি’ নয়াপল্টনে কার্যালয়ের চেয়ারে ঝুলিয়ে রাখা হয়েছে

প্রথম নিউজ, ঢাকা: নির্বাচন কমিশনের ‘সংলাপের চিঠি’ নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরেই চেয়ারে ঝুলিয়ে রাখা হয়েছে।

আজ সকালে নয়া পল্টনে গিয়ে এই চিত্র দেখা যায়। নয়া পল্টনের সামনে একাধিক প্রত্যক্ষদর্শীর সাথে আলাপ করে জানা গেছে, রাতে এটি ঝুলিয়ে দেয়া হয়েছে।

আগামী ৪ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে বিএনপির দুই জন প্রতিনিধি প্রেরণের জন্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর এই চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

গত ২৮ অক্টোবর রাত থেকে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় পুলিশ তালা ঝুলিয়ে দেয়।

দলের একজন সিনিয়র নেতা বলেন, ‘‘ বিএনপির অফিস আইনশৃঙ্খলা বাহিনী তালা দিয়ে রেখেছে। সেখান আমাদের নেতা-কর্মী কেউ প্রবেশ করতে দিচ্ছে না। তারাই নির্বাচন কমিশনের চিঠি চেয়ারে তার দিয়ে বেধে ঝুলিয়ে রেখেছে।’

গতকাল সকাল ১০টার দিকে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা মো. মহসিন নয়া পল্টনের এসে নির্বাচন কমিশনের চিঠিটি প্রদান করতে আসেন। কিন্তু অফিস বন্ধ থাকায় পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে ওই চিঠি ফেরত যান ওই কর্মকর্তা।

জানা গেছে, ওই কর্মকর্তা চিঠিটি বিএনপির অফিস কর্মীর কাছে হস্তান্তরের জন্য বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে রাতে কমিশন থেকে ওই চিঠি আবার কার্যালয়ে নিয়ে এসে ঝুলিয়ে দেয়্ কার্যালয়ে কলাপসিবল গেইটের লাগানো তালা খুলে।

গত কয়েকদিন মতো গতকাল পালাবদল করেই পুলিশ নয়া পল্টনের কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কাছাকাছি স্থানে রাখা হয়েছে প্রিজন ভ্যানও। কার্যালয়ের আশ-পাশে পথচারিকে ভিড় অথবা দাঁড়াতেও দেয়া হচ্ছে না।