ইসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভায় হট্টগোল

ইসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভায় হট্টগোল

প্রথম নিউজ, ঢাকা : আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) কনফারেন্স রুমে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয় শনিবার (৩১ আগস্ট)। এ সংগঠনের আগামী নির্বাচন উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন করার কথা ছিল বর্তমান কমিটির। কিন্তু সভা চলাকালে হট্টগোল শুরু হয়।

সভায় হট্টগোল শুরু হলে সিনিয়র সব অফিসারসহ বর্তমান কমিটির সভাপতি ও মহাসচিব বৈঠকের মাঝপথেই বেরিয়ে যান। তবে বর্তমান কমিটির সভাপতি ও মহাসচিব এবং সিনিয়র কর্মকর্তারা না থাকলেও তাদের বাদ দিয়েই নতুন কমিটির আহ্বায়ক পছন্দের অফিসারদের নিয়ে ২৫ সদস্যের বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের একটি আহ্বায়ক কমিটি গঠন করে।
রোববার (১ সেপ্টেম্বর) নতুন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মোহাম্মদ মনির হোসেনকে আহ্বায়ক এবং টাঙ্গাইল জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমানকে সদস্য সচিব করা হয়।