ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ গেলো যুবকের
মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানার আসাদগেট এলাকায় বাসে বান্ধবীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত মো. রাব্বি হোসেন (২২) মারা গেছেন। মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আসাদগেট থেকে ছুরিকাঘাতে আহত আহত রাব্বি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় মো. রাব্বি হোসেন (২২) ও মো. শাওন হোসেনকে (২০) ঢামেকে আনা হয়।
আহতদের সহকর্মী শাহরিয়ার বলেন, সকালে তারা দুটি বাস ভাড়া নিয়ে ধামরাই এলাকার একটি পার্কে ঘুরতে যান। সেখানে সারাদিন আনন্দ করে সন্ধ্যায় আজিমপুরের উদ্দেশে বাসে ওঠেন। বাসটি গাবতলী এলাকায় পৌঁছালে বাসের মধ্যে ফারুকসহ কয়েকজন গাঁজা সেবন করেন এবং নারী সদস্যদের উত্যক্ত করতে থাকেন। এ সময় রাব্বী প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
বাসটি আসাদগেট এলাকায় পৌঁছালে ৩-৪ জন যুবক বাসে উঠে রাব্বিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় শাওন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতদের বাসা লালবাগ থানার শহীদনগর এলাকায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews