ইবির ছাত্রকে গলা টিপে হত্যার চেষ্টা ছাত্রলীগের!

এ ঘটনার বিচার চেয়ে শনিবার প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আবু জাহেদ।

ইবির ছাত্রকে গলা টিপে হত্যার চেষ্টা ছাত্রলীগের!

প্রথম নিউজ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসের সিটে বসা নিয়ে ছাত্রকে গলা টিপে হত্যার চেষ্টা করেছেন ছাত্রলীগের দুই কর্মী। এ ঘটনার বিচার চেয়ে শনিবার প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আবু জাহেদ।

অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মী হলেন-উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রতন কুমার রায় ও রেদওয়ান মাহমুদ। তারা উভয়েই শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের অনুসারী। এদিকে ভুক্তভোগীর আবেদনের পর এসব অভিযোগ মিথ্যা ও অতিরঞ্জিত উল্লেখ করে প্রক্টর বরাবর পালটা লিখিত দিয়েছেন অভিযুক্তরা।

ভুক্তভোগীর লিখিত অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার ক্যাম্পাসের বাসে কুষ্টিয়া শহরে যাওয়ার সময় রতন রায় কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে এসে ভুক্তভোগীকে অন্য সিটে বসতে বলে। এতে রাজি না হওয়ায় ওই ছাত্রকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিষয়টি নিয়ে প্রক্টরিয়াল বডির মিটিংয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।