‘ইন্ডিয়া’ জোটের প্রথম ভোট
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের ছয় রাজ্যের সাতটি বিধানসভায় উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভারতীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
যে সাতটি বিধানসভায় আজ ভোট হচ্ছে এর মধ্যে তিনটি আসনে আগের বার বিজেপি জিতেছিল, বাকি চারটিতে বিরোধীরা।
৬ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ, কেরালা ও উত্তরাখণ্ডে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। বাকি চারটি আসনে ইন্ডিয়া জোটের শরিকরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে।
রাজনৈতিক মহলের একাংশ ওই চার আসনের লড়াইকে বিজেপির এনডিএ এবং বিরোধীদের ইন্ডিয়া জোটের অগ্নি পরীক্ষা বলে মনে করছে। বিরোধীদের জোট গঠনের পর এই প্রথম ভোট হচ্ছে।
বলা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় লড়াই হচ্ছে উত্তর প্রদেশে। আবার ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস ও সিপিএমের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কেরালার পুথুপল্লি আসনে।