আড়াই বছর ধরে আমি নাই : পাপন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া, ভারতসহ অনেক দেশই দল ঘোষণা করেছে

আড়াই বছর ধরে আমি নাই : পাপন
আড়াই বছর ধরে আমি নাই : পাপন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া, ভারতসহ অনেক দেশই দল ঘোষণা করেছে। বাংলাদেশ এখনো দল ঘোষণা না করলেও প্রায় সবই চূড়ান্ত। 

বৃহস্পতিবার দল ঘোষণা করবে বিসিবি। তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, দল সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তার মতামত নিয়ে দল বাছাই হয় না। গত আড়াই বছর ধরে এমনটাই নাকি হয়ে আসছে।

ট্রাই ন্যাশন ও বিশ্বকাপ দল কেমন হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নে পাপন বলেন, ‘এটা আমার জন্য বলা মুশকিল। কে থাকবে, কে থাকবে না এটা আমি বলতে পারছি না। সেরা একাদশে কে খেলছে, সেটাই আমি জানি না। খেলার দিন ছাড়া এটা আমি বলব কিভাবে? আমার কাছে একটা তালিকা আসে, দেখি একাদশ। আমার কাছে মতামত চাওয়া হয় না। আপনারা যেটা বলছেন, আড়াই বছর আগে কী হতো? আড়াই বছর ধরে আমি নাই এটা তো আপনারা জানেনই। সুতরাং আমাকে এই প্রশ্ন করাটা...(ঠিক নয়)। ’’ 

পাপন যোগ করেন, ‘তালিকাটা না দিলে বলতে পারব না কে আছে, কে নাই। কোচ আছে, অধিনায়ক আছে, নির্বাচকরা আছে; তারা ঠিক করবে। আমার কোনো ধারণাই নেই। খেলার দিনেই আমি একাদশ জানতে পারি।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom