‘আহারে জীবন’ নিয়ে ফিরছেন পূর্ণিমা

সর্বশেষ ২০১৪ সালে মুক্তি পায় পূর্ণিমা অভিনীত সিনেমা ‘লোভে পাপ, পাপে মৃত্যু’।

‘আহারে জীবন’ নিয়ে ফিরছেন পূর্ণিমা
‘আহারে জীবন’ নিয়ে ফিরছেন পূর্ণিমা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : সর্বশেষ ২০১৪ সালে মুক্তি পায় পূর্ণিমা অভিনীত সিনেমা ‘লোভে পাপ, পাপে মৃত্যু’। এরই মাঝে পেরিয়ে গেছে ৮ বছর। এরপর ছোটপর্দা ও উপস্থাপনায় ব্যস্ত থাকলেও বড় পর্দায় দেখা মেলেনি জনপ্রিয় এই অভিনেত্রীর। আট বছর পর এবার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে চলেছেন পূর্ণিমা। সরকারি অনুদান পাওয়া ‘আহারে জীবন’ নামের চলচ্চিত্রটি নির্মাণ করবেন ছটকু আহমেদ। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা। হানিমুন থেকে ফিরে সিনেমাটির নির্মাতা ছটকু আহমেদকে শিডিউল দেবেন বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে নির্মাতা ছটকু আহমেদ জানান, সিনেমার নায়ক হিসেবে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এখনো কাউকে চূড়ান্ত করেননি। পূর্ণিমার সঙ্গে দু’জনের একজনকে পেলেই আমার গল্পটা পূর্ণতা পাবে। এছাড়া গল্পের প্রয়োজনেই নায়িকা হিসেবে পূর্ণিমা আমার প্রথম পছন্দ।

গত ২৭ মে বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। যদিও বিয়ের দুই মাসের মাথায় গত ২১ জুলাই খবরটি সংবাদমাধ্যমে প্রকাশ করেন তিনি। পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে তাদের। বর্তমানে আশফাকুর রহমান রবিনের সঙ্গে রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন পূর্ণিমা। গত ২৮ জুলাই বর আশফাকুর রহমানকে নিয়ে মধুচন্দ্রিমায় থাইল্যান্ড গিয়েছেন পূর্ণিমা।

উল্লেখ্য, এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে। এর আগে ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে। পরে ওই বছরের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। এই সংসারে পূর্ণিমার এক কন্যাসন্তান রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom