‘আহত মানুষগুলো জবাই করা মুরগির মতো ছটফট করছিল’
গুলিস্তানে সাত তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বাড়ছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন।

প্রথম নিউজ,ঢাকা: গুলিস্তানে সাত তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বাড়ছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন। আহত মানুষগুলো জবাই করা মুরগির মতো ছটফট করছিল। এ ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবক যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি ঘটনাস্থলের পাশের একটি ব্যাংকের পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ কম্পন টের পান, সঙ্গে সঙ্গে বিকট শব্দ শুনতে পান এবং ভবন থেকে ধোয়া বের হতে দেখেন। তিনি ঘটনাস্থলে এসে দেখেন রাস্তায় বাস ও রিকশার মধ্যে আহত লোকজন পড়ে রয়েছেন। আহত মানুষগুলো জবাই করা মুরগির মত ছটফট করছিল। সবাই বাবাগো-মাগো ও পানি পানি বলে চিল্লাচ্ছিল।
তিনি বলেন, সেখানে দাঁড়িয়ে থাকা বাসের চালক ও হেলপারের মাথা গেছে। তারা ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি আরও বলেন, বিস্ফোরণ এত ভয়াবহ ছিল যে দোকানের লোহার কেঁচি গেট উড়ে এসে রাস্তার মাঝে ভ্যান-রিকশার ওপর পড়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। ১৪ জন নিহতের খবর জানা গেছে। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রায় অর্ধশত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে ১৪ জনকে মৃত অবস্থায় আনা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও ১২ জন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: