আলোচিত ম্যাগনিটস্কি স্যাংশন কী, এর আওতায় কারা পড়তে পারে?
যুক্তরাষ্ট্রের দেওয়া ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার রেশ না কাটতেই বাংলাদেশে ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন দেওয়ার দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এক সংসদ সদস্য (এমপি)।
প্রথম নিউজ, অনলাইন: সম্প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে র্যাব ও এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের দেওয়া ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার রেশ না কাটতেই বাংলাদেশে ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন দেওয়ার দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এক সংসদ সদস্য (এমপি)।
ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন কী?
মানবাধিকার লঙ্ঘন বা বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ম্যাগনিটস্কি স্টাইল স্যাংশন দিয়ে থাকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। এরই মধ্যে রাশিয়া, চীন ও ইরানের কর্মকর্তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
মূলত, ২০০৯ সালে রাশিয়ায় কারাগারে নির্যাতনের শিকার হয়ে সের্গেই ম্যাগনিটস্কির নামে এক রুশ ট্যাক্স আইনজীবীর মৃত্যুর পর ২০১২ সালে ম্যাগনিটস্কি আইন পাস করে যুক্তরাষ্ট্র। এ আইনের আওতায় মানবাধিকার লঙ্ঘন বা বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে থাকে মার্কিন প্রশাসন। এ নিষেধাজ্ঞায় পড়লে ওই ব্যক্তির সম্পদ জব্দ করা হবে এবং তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। যুত্তরাষ্ট্রের পর কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মতো বেশ কয়েকটি দেশ একই ধরনের আইন পাস করে। অস্ট্রেলিয়ায় এই আইন পাস না হলেও একই ধরনের ব্যবস্থা নিয়ে থাকে ক্যানবেরা।
কে এই সের্গেই ম্যাগনিটস্কি?
সের্গেই ম্যাগনিটস্কি রাশিয়ার একজন ট্যাক্স আইনজীবী। ২০০৭ সালে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর কর্মকর্তাদের ২৩০ মিলিয়ন মার্কিন ডলারের দুর্নীতি ফাঁস করে দেন তিনি। কিন্তু ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন তার বিরুদ্ধে ২০০৮ সালে কর ফাঁকির অভিযোগে এনে কারাগারে পাঠান। এরপর ২০০৯ সালে তিনি কারাগারেই মারা যান। এ ঘটনার পরপরই তাকে নির্যাতনের সঙ্গে জড়িত রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২০১২ সালে ম্যাগনিটস্কি আইন পাস করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবা প্রশাসন।