আ.লীগের নাম উচ্চারণ করলে পিটিয়ে গ্রাম ছাড়া করার ঘোষণা
প্রথম নিউজ, অনলাইন: এবার আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পিটিয়ে তাকে গ্রাম ছাড়া করার ঘোষণা দিলেন শেখ হাসিনা হত্যা চেষ্টার ফরমায়েশি রায়ের দণ্ড থেকে সদ্য কারামুক্ত বিএনপি নেতা এনামুল হক। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পাকশী বিবিসি বাজারে ফরমায়েশি রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি জাকারিয়া পিন্টুসহ বিএনপির ৯ নেতাকর্মীর মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ন-সম্পাদক ও পাকশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক বলেন, 'শেখ হাসিনা পালিয়েছে। তবে তাদের দোসরদের এদেশে রেখে গেছে।
এসব দোসর আ.লীগকে লালন করছে। সন্ত্রাসীদের পুনর্বাসনের পরিকল্পনা করছে। তাদের উদ্দেশ্যে পরিষ্কার করে বলতে চাই, আ.লীগের নাম উচ্চারণ করলে তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করা হবে।
এনামুল হক বলেন, 'ভোটের অধিকার হরণ করে আ.লীগ সাধারণ মানুষকে ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে।
নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে কৃষকের জন্য বরাদ্দকৃত অর্থ তারা আত্মসাৎ করে কৃষকদের হক মেরে খেয়েছে। আ.লীগের লুটপাটকারীদের নেতৃত্বে সারা বিশ্বের কাছে রূপপুরের নাম ডুবিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে এসব অন্যায়ের হিসাব দিতে হবে।'
তিনি আরো বলেন, 'বিএনপি চোরকে প্রশ্রয় দেয় না, মাদক কারবারিকে প্রশ্রয় দেয় না।
মানুষ যেন বিএনপিকে আ.লীগের মতো চোখে না দেখে। এজন্য লুটপাট ও মাদকের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে।'
পাকশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাইদার আলীর সভাপতিত্বে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সোহেল রানার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক খালেক খাঁ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রউফ রব বিশ্বাস, বিএনপি নেতা জহুরুল বিশ্বাস।
এসময় পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দোহা জামী, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান হিটলু, সাবেক ছাত্রনেতা রানা বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মৃধা, যুবদল নেতা সজীব সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।