‘আমরা নির্বাচন চাই, অনেকে বিষয়টি নিতে পারে না’

প্রথম নিউজ, অনলাইন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা দেশের প্রতিটি কাঠামো ধ্বংস করে গেছেন। দেশের মানুষের ভাগ্য ফিরিয়ে আনতে স্থিতিশীলতা প্রয়োজন। কিন্তু অন্তর্বর্তী সরকারের কিছু কিছু লোকের বক্তব্যে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হচ্ছে। স্পষ্ট করে বলতে চাই, আমরা এখনো এই সরকারকে সাহায্য করব। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ যে নিরপেক্ষতা আশা করেন তারা সেই নিরপেক্ষতা বজায় রাখবে। কুমিল্লা মহানগর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। কুমিল্লা টাউনহল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশে কিছুদিন ধরে অস্থিরতা লক্ষ্য করছি। আজ যারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন তাদের নিয়ে জনগণের মনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। আমরা শুরু থেকে এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে এসেছি। কারণ আমরা চেয়েছি এই সরকার একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে দেবে। আমরা লক্ষ্য করছি এই সরকারের বিভিন্নজন জনগণের অধিকার ফিরিয়ে দেবার প্রশ্নে একেক কথা বলছেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু বিভেদ সৃষ্টি করা যাবে না। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও গণতান্ত্রিক দলগুলো। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে৷ যত বেশি ঐক্যবদ্ধ থাকব তত বেশি গণতন্ত্রের বিরুদ্ধে পরিকল্পনাকারীদের ষড়যন্ত্র ভেস্তে যাবে। তারেক রহমান বলেন, বাংলাদেশে এই মূহূর্তে নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে এটা দেখার বিষয়। বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। বাংলাদেশে যদি গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখা যায়, মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারব। দেশে যদি ভোটের অধিকার নিশ্চিত থাকে, তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হবে।
তিনি বলেন, বিএনপি জনগণের কথা বলে। একটি রাজনৈতিক দলের লক্ষ্য ও উদ্দেশ্যই হলো কিভাবে জনগণকে নিজের দলের সাথে সম্পৃক্ত রাখবে। পরিকল্পনা থাকে কীভাবে সরকার গঠন করবে। আর এর একমাত্র উপায় হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠন করা। একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে যাওয়া। আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, তাই আমরা ভোট চাইব, নির্বাচন চাইব এটিই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই স্বাভাবিক বিষয়টিই অনেকে নিতে পারেন না।
অনুষ্ঠানে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা বিভাগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আবু-টিপু, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, এডভোকেট সাবেরা আলাউদ্দিন, ভিপি আসিকুর রহমান ওয়াসীম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আনির, ভিপি জসিম উদ্দিন প্রমুখ।