আমার জান না ফেরার দেশে চলে গেলো: দিয়া মির্জা
‘আমার ভাইঝি, আমার সন্তান, আমার জান না ফেরার দেশে চলে গেলো

প্রথম নিউজ, ডেস্ক : ‘আমার ভাইঝি, আমার সন্তান, আমার জান না ফেরার দেশে চলে গেলো। আশা করি, তুই যেখানেই থাকিস শান্তি আর ভালোবাসা খুঁজে পাবি। তুই সব সময় আমাদের মুখে হাসি ফুটিয়েছিস। ওপারটাও আলোয় ভরিয়ে রাখিস তোর হাসি, নাচ আর গানে।’
এ ধরনের আবেগঘন লেখা কোনো সাধারণ মানুষের নয়। ইনস্টাগ্রামে এটি লিখেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। কিন্তু হঠাৎ করেই তার এতো শোক কেন? জানা গেছে, ভাইঝিকে হারিয়েছেন অভিনেত্রী। যাকে নিজের সন্তানের মতো মনে করেন।
এত অল্প বয়সে কীভাবে দিয়ার এই আত্মীয়ের মৃত্যু হলো তা কেউ ভাবতেও পারছে না। দিয়া নিজেও মৃত্যুর কোনো কারণ স্পষ্ট করেননি।
এদিকে দিয়ার এই শোকের সময়ে তার প্রতি সমবেদনা জানিয়েছেন ভক্তরা। এছাড়া গওহর খান, ফারহা খান আলি, ঋদ্ধিমা কাপুরসহ বলিউডের একাধিক ব্যক্তিও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews